নীলঞ্জনা
নীলঞ্জনা তুমি আসবে বলেই এত অপেক্ষা
তোমার হাসি কোথায়! বাঁশি কোথায়!
আমি বাঁশি শুনবো, সুরে সুরে গান শুনবো,
আমি হাসবো, খোলা আকাশ দেখবো,
তোমার এলো চুল দেখবো ভরা জ্যোৎস্নায়।
একি তুমি নীলম্বরী শাড়ি পরনি!
পায়ে আলতাও মাখনি!
আমরা এক্ষুণি বের হবো
একরাশ ঝাপটা বাতাস দেখবো
ঘনকালো মেঘ দেখবো
দিগন্তে মিশে যাওয়া মেঠো পথ দেখবো
তুমি হাসবে না! এত অজুহাত দেবে না,
তুমি যাও বলছি
আমি আর স্বপ্ন দেখবো না।