নীলঞ্জনা আমি বেশিদিন পৃথিবীতে বাঁচতে চাইনি
এখানে মানুষগুলো স্বার্থপর, হিংসুক, লোভী
এদের আমি ঘৃণা করি
আমি দীর্ঘ সময় বসে বসে কষ্ট পেতে চাই না,
আমি চলে যেতে চাই, দ্রুত প্রস্থান চাই
আমার বড় কষ্ট হয় ওদের এই বেঁচে থাকা
ওরা সুখ চেনে না, জানে না
ওরা জানে টাকা টাকা টাকা !
এত টাকা দিয়ে করবেটা কী !
ওরা সহজ সমীকরণ জানে না
জীবনের একটা আয়ুস্কাল কল্পনা করে
টাকাকে ঐ আয়ুস্কাল দিয়ে ভাগ কর
দেখ কত টাকা লাগবে?
ওরা আসলে বোকা, মরিচিকার পিছনে ছুটছে
আর সবাইকে বড্ড কষ্ট দিচ্ছে।