আমি তোমাকে ছুঁতে চাই, তোমার গন্ধ নিতে চাই
আমি হারিয়ে যেতে চাই
তোমার সেই কালো চুলের দোলায়
তুমি এখনও চুপ করে থাকবে?
কিছুই বলবে না, এভাবে আর চলে না,
আমি তোমার মিষ্টি হাসি দেখতে চাই চাই
একদম আড়ি দিয়ে দেবে দুই বুড়া আঙ্গুলে
আর কথা বলবো না
জান প্রিয়তমা আমি তোমার হাসিতে টোল
দেখে আর যাবো কোথায় !
বাহিরে যেতে একদম ইচ্ছে করছে না
আজ খেতেও ইচ্ছে করছে না
তুমি বড্ড নিষ্ঠুর, একটু হাসো
মানুষের আয়ু বড়জোর ১০০ বছর
তারপর তোমার হাসি নিয়ে
তুমি অনেক কষ্ট পাবে
আমি যে আর দেখতে পাবো না।
একি মন খারাপ করেছো?
আবার দেখা হবে
শুধুই দুষ্টামি করি তোমার সাথে।