স্বাধীনতা বোধ

আমি স্বাধীনতার অর্থ খুঁজছি
তুমি প্রাণ ভরে হাসতে পার ?
গুণগুনিয়ে গান গাইতে পার ?
অধিকারের কথা বলতে পার ?
পছন্দের লোককে ভোট দিতে পার ?
খোলা আকাশে ঘুড়ি উড়াতে পার ?
রাতে তারকাভরা আকাশ দেখতে পার ?
ভোরের আকাশ দেখতে পার ?
ঘনকুয়াশায় বেড়াতে পার ?
না তুমি কিছুই পার না
তুমি জবাবদিহির কাঠগড়ায় দাড়িয়ে ক্লান্ত
তোমার দৃষ্টি অবনত ও ঝাপসা
তুমি বড় ভীত ও কাপুরুষ
তুমি হারিয়ে যাবে অচিরেই
তুমি হয়ে গেছো হীন পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *